ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পোরশায় আমে ‘ব্যাগিং’ পদ্ধতির ব্যবহার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
🕐 ৬:০৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে নওগাঁর পোরশায় প্রায় ১০ হেক্টর আম বাগানে ‘ব্যাগিং’ পদ্ধতিতে আম সংরক্ষণ করেছেন চাষিরা।

এ পদ্ধতি ব্যবহারের ফলে গুণগত আম উৎপাদন করে বিদেশে রপ্তানি সহজ হবে এবং এতে অতিরিক্ত কীটনাশক প্রয়োজন না হওয়ায় আম চাষিরা আর্থিকভাবে লাভবান ও পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা মনে করছেন।

চীন থেকে আমদানিকৃত আম সংরক্ষণের জন্য ব্যবহৃত ব্যাগগুলো উপজেলার ৫-৬ জন চাষি পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছেন। এগুলো ব্যবহারের ফলে আমে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করতে পারবে না। ফলে আম নষ্ট কম হবে এবং ফলনও বৃদ্ধি পাবে বলে কৃষকরা বলছেন।

সহড়ন্দ গ্রামের আম চাষি আব্দুল কাদের জিলানী জানান, উপজেলায় তিনিসহ আরও কয়েকজন আম চাষি আম বাগানে বাণিজ্যিকভাবে ব্যাগিং পদ্ধতি শুরু করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, তিনি নিজেও সহড়ন্দ গ্রামের ওই বাগানটি পরিদর্শন করেছেন। ব্যাগিং পদ্ধতিতে আম চাষের জন্য এবং এর প্রসার ঘটাতে কৃষকদের সব রকম পরামর্শ ও সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরামর্শ দেওয়া হচ্ছে।

 
Electronic Paper