ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিএটিবির পরিবেশককে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
🕐 ৭:৩৮ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটিবি) রাজশাহীর পরিবেশক মেসার্স আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরীর তালাইমারী এলাকার ওই পরিবেশককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন।

বিজ্ঞাপনের কাজে ব্যবহৃত বেশকিছু উপহারসামগ্রী তামাক কোম্পানির ওই কার্যালয়ে রাখার দায়ে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন জানান, মেসার্স আবুল হোসেন নামে তামাক কোম্পানির একটি পরিবেশকের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই কার্যালয়ে বিজ্ঞাপনের কাজে ব্যবহৃত বেশকিছু টি-শার্ট, সাউন্ড বক্স ও টর্চলাইট উদ্ধার করা হয়। যা তামাক নিয়ন্ত্রণ আইনানুযায়ী নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

২০ হাজার টাকা জরিমানা করে মেসার্স আবুল হোসেনের ম্যানেজার আব্দুস সালামকে সতর্ক করা হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনের প্রজ্ঞাপন সঙ্গে রেখে এবং আইনটি মেনে তাকে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

 
Electronic Paper