ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নকলে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর

পাবনা প্রতিনিধি
🕐 ১০:৫৪ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৯

পরীক্ষার হলে নকল করতে না দেওয়ায় পাবনার শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের এক প্রভাষককে মারধর করার ঘটনা ঘটেছে। শিক্ষক মাসুদ আহমেদ ৩৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে যোগদান করেন।

গত ৬ মে এইচএসসি পরীক্ষার উচ্চতর গণিত পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে দুজন শিক্ষার্থী একে অপরকে নকল সরবরাহের চেষ্টা করলে প্রভাষক মাসুদ আহমেদ বাধা দেন। এ ঘটনার জেরে গত রোববার কলেজ থেকে বাড়ির উদ্দেশে রওনা হলে কলেজের প্রধান ফটকের সামনে মাসুদ আহমেদকে আটকায় বহিরাগত কয়েক যুবক। তারা মাসুদ আহমেদকে মারধর শুরু করে। এক পর্যায়ে পিঠে লাথি মারে এক যুবক। মারধরের একটি সিসিটিভি ফুটেজে এ চিত্র দেখা যায়।

মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। হামলার নিন্দা জানিয়ে কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

 
Electronic Paper