ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল তিন শিক্ষার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

সিরাজগঞ্জ সদরে একই দিনে তিন স্কুল ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেল। শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, শুক্রবার রাত ৯টায় সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন কনে বাঐতারা গ্রামের সাইফুল সরকারের কন্যা শারমিন খাতুনের সঙ্গে পাইকপাড়া গ্রামের রইজ উদ্দিনের পুত্র সাব্বির আলীর (২০) বিয়ের আয়োজন চলছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়।

এর আগে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের ব্রক্ষখোলা গ্রামে স্বর্ণা খাতুনের সঙ্গে ইমরানের বিয়ের আয়োজন চলছিল। এ সময় বর ও কাজী পালিয়ে যান। আরেক ঘটনায় সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের মালিগাতি এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

 
Electronic Paper