ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাড়ে ৩ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১৩টি

বগুড়া প্রতিনিধি
🕐 ২:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

বগুড়া সদর উপজেলার অন্তর্গত বেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোট শুরুর সাড়ে ৩ ঘণ্টা অতিবাহিত হয়ে ভোট পড়েছে মাত্র ১৩টি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বসে আছেন। দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের স্কুলের মাঠে টানানো দোলনায় দোল খেতে দেখা গেছে।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম গণমাধ্যমকে জানান, সেখানে মোট ভোটার রয়েছে ২ হাজার ৪০০। ৬টি বুথ ভোট নেয়ার জন্য প্রস্তুত থাকলেও সকাল থেকে ভোটার নেই। তারা অলস বসে আছেন। সাড়ে ৩ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১৩টি। যার সবগুলোই পুরুষ ভোটার।

 
Electronic Paper