ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আ.লীগের দুই দলের সংঘর্ষ, নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি
🕐 ১০:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

আওয়ামী লীগের দুই দলের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। জয়পুরহাটে উপজেলা পরিষদ নির্বাচনের সমর্থন দেওয়াকে কেন্দ্র করে এই নিহত হওয়ার ঘটনা ঘটে। এতে আরো হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১৬ মার্চ) রাতে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট মাইশ্যপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুজন- রতন মোহন্ত (৫০) ও আফতাব উদ্দিন (৪৫)। ঘটনার দিন রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। আহত ব্যক্তিদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাসীর সূত্র দিয়ে গণমাধ্যমে প্রকাশ, ১০ মার্চ জয়পুরহাটের পাঁচটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হয়। এর মধ্যে আওয়ামী লীগ থেকে মিনফুজুর চেয়ারম্যান নির্বাচন হন। তবে মিনফুজুরের মনোনয়ন পাওয়ার বিষয়টি আওয়ামী লীগের আরেকটি গ্রুপ মেনে নিতে পারেনি। তারা মিনফুজুরের প্রতিদ্বন্দ্বী জাসদের প্রার্থীকে সমর্থন দেয়। ওই সমর্থকদের মধ্যে ওয়াজেদ আলীও ছিলেন।

এলাকাবাসী জানান, গত রাতে ওয়াজেদ আলীর সমর্থকেরা মিনফুজুরের সমর্থকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। এরপর মিনফুজুর রহমান তাঁর সমর্থকদের নিয়ে উদয়পুরের মসলিনগঞ্জ বাজারের দিকে যাওয়ার পথে সংঘর্ষ বাধে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান গণমাধ্যমকে জানান, তাঁরা বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় আফতাবের মৃত্যুর খবর পেয়েছেন। আর রতনের মৃত্যুর খবর তাঁর পরিবার নিশ্চিত করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হতাহত হওয়া ব্যক্তিরা মিনফুজুরের সমর্থক।

 
Electronic Paper