ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুর্গাপুরে পৌর মেয়রের ৫ দিনের কারাদণ্ড

রাজশাহী ব্যুরো
🕐 ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ০৯, ২০১৯

রাজশাহীর দুর্গাপুরে নির্বাচনী নাশকতার দায়ে পৌর মেয়র তোফাজ্জল হোসেনসহ ১১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে তাদের আটকের পর প্রত্যেককে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র এতথ্য জানান।

তিনি বলেন, দুপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিপক্ষের ওপর হামলা, মারপিট করা ও নাশকতা সৃষ্টির কারণে দুর্গাপুর পৌরসভা এলাকা থেকে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। পরে তাদের পাঁচদিন করে জেল দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন- ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জমান শরীফ, পৌরসভার কাউন্সিলর সোহেল রানা। অন্যরাও আওয়ামী লীগের নেতাকর্মী।

স্থানীয়রা জানিয়েছেন, এরা সবাই দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মজুদ সরদারের পক্ষে কাজ করছিলেন এবং আওয়ামী লীগ দলীয় প্রার্থী নজরুল ইসলামের সমর্থকদের ওপর হামলা করছিলেন।

 
Electronic Paper