ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাবনায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকা ক্ষতি

পাবনা প্রতিনিধি
🕐 ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ০৮, ২০১৯

পাবনার সদর উপজেলায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আতঙ্কিত হয়ে মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

তবে কেউ হতাহত না হলেও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের পৌর এলাকার ঢালাই মোড়ে বাবু বিশ্বাসের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাবনা সদর থানার পরিদর্শক জালাল উদ্দিন বলেন, দুপুরের দিকে আরিফপুর এলাকায় অগ্নিকাণ্ডের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণে পুলিশ তদন্ত করছে।

ক্ষতিগ্রস্ত তুলা গোডাউনের মালিক বাবু বিশ্বাসের দাবি, গোডাউনে তার নিজেরসহ আরও কয়েকজন ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার মালামাল ছিল। আগুনে সবটুকুই পুড়ে গেছে।

 
Electronic Paper