ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাবনায় গুণীজনদের সংবর্ধনা

পাবনা প্রতিনিধি
🕐 ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

পাবনা শহরের শিবরামপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১ যুগ পূর্তি ও ত্রয়োদশ বর্ষে পদার্পণ উপলক্ষে গুণীজন সংবর্ধনা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০ টায় পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, বিশেষ অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, পাবনা জেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম মোসলেম উদ্দিন, সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অর্পনা ভট্টাচার্য্য, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক টিপু প্রমুখ। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পাবনার বেসামরিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এক অনন্য স্থান অধিকার করে চলেছে।


এর আগে কনসার্ট অনুষ্ঠানে ক্লোজআপ শিল্পী নওরিন মনমুগ্ধকর একক বাউল গান পরিবেশন করেন। এরপর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা স্টেডিয়ামে দর্শণার্থীদের সামনে দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ-উল-হক রানা।

 
Electronic Paper