ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুনাফার লোভ দেখিয়ে কৃষকের সর্বনাশ

আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ)
🕐 ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ফসলি জমিতে পুকুর খনন করে মাছ চাষের ধুম পড়েছে। প্রতি বছরই উপজেলায় শত শত বিঘা ফসলি জমিতে যত্রতত্র পুকুর কাটায় জলাবদ্ধতার ফলে অনেক কৃষক সঠিক সময়ে সরিষা, ভুট্টা, গম ও ধান চাষ করতে পারছেন না।

আবার সামান্য বৃষ্টিতে পানি বের হতে না পারায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। অসাধু ব্যক্তিরা বেশি মুনাফার লোভ দেখিয়ে জমি মালিকদের ভূমির শ্রেণীর পরিবর্তন না করেই পুকুর কাটতে উৎসাহীত করছেন। এতে একদিকে যেমন খাদ্যের চাহিদায় ঘাটতি পড়ছে, তেমনি সরকার হারাচ্ছে রাজস্ব।

সরজমিনে দেখা যায়, উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের সোলাপাড়া, বোয়ালিয়া কাউরাইল, খুটিগাছা, নওগা ইউপির ভায়াট, খালখুলা, বানিয়াবহু, কালুপাড়া, সাস্তান, শ্রীকৃঞ্চপুর, মাধাইনগর ইউপি, সগুনা ইউপির কয়েকটি গ্রামে চলছে আবাবিতে পুকুর খননের কাজ।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত পাঁচ বছরে এ উপজেলায় দুই ৪০০ বিঘা আবাদি জমি কমে গিয়েছে। কৃষকেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্রুত পুকুর কাটা বন্ধ করতে হবে। তা না হলে খাদ্যের ঘাটতি পড়বে।

 
Electronic Paper