ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮

যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। খোলা কাগজ প্রতিনিধিদের পাঠানো খবর-

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম লুৎফর রশিদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সাইদুজ্জামান।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী ও সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং আওয়ামী লীগ নেতারা।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ।

সিলেট : সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী নেতার পুষ্পস্তবক অর্পণ করেন।

খুলনা : খুলনায় যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে গতকাল শুক্রবার রাত ১২টা ১ মিনিটে নগরীর গল্লামারী স্মৃতিসৌধে খুলনা জেলা প্রশাসন, খুলনা সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি-জেপি, সিপিবি, খুলনা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকালে আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমতলী মুক্তাঞ্চল ঘোষণার অগ্রনায়ক বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাশা তালুকদার।

ফেনী : পশ্চিমা হানাদার বাহিনীদের সম্মুখ সমরে যারা অকাতরে প্রাণ দিয়েছিলেন সেসব শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে গতকাল ফেনীর ফুলগাজী উপজেলার বিজয়পুর গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নড়াইল : নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে শিল্পকলা একাডেমি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।  

ফরিদপুর : ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল ৯টার দিকে শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দলটির নেতাকর্মীরা। পরে একটি র‌্যালিসহ শহরের কমলাপুর এলাকায় গণকবরে যান তারা।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এ টি এম হামীম আশরাফ।

বেলকুচি (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর (রাজশাহী) : রাজশাহীর দুর্গাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার।

হাকিমপুর (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল সিপি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া খায়েরসহ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী।

নীলফামারী : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নীলফামারী সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কলেজ শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবী প্রসাদ রায়। বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ওবায়দুল আনোয়ারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া।

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন প্রমুখ।

 
Electronic Paper