ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লাল সবুজের ফেরিওয়ালা

লালপুর (নাটোর) প্রতিনিধি
🕐 ৯:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ০৯, ২০১৮

শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিকামী বাঙালির তাদের বুকের তাজা রক্তের বিনিময় এ মাসেই ছিনিয়ে এনেছিল বিজয়। এ মাস কে স্মরণ করে দিতেই অনেকে রাস্তায়, শহরের অলিতে গলিতে, স্কুল ও কলেজের সামনে পতাকা বিক্রি করে চালাই তার সংসার।

রোববার সকালে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে এমনি এক লাল সবুজের ফেরিওয়ালা দেখা মেলে। নাম তার আলমাস, বয়স প্রায় ৩০। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে তার বসবাস। এ মাসের জন্য লাল সবুজের ফেরিওয়ালাই তার পরিচয়। বছরের অন্য মাসে তিনি নানা রকম পণ্য ফেরি করে বিক্রি করে থাকেন। শুধু ডিসেম্বর মাসের শুরু থেকে ১৬ তারিখ পর্যন্ত চলে এ লাল সবুজের পতাকা বিক্রয়। লাখো শহীদের রক্তের বিনিময় এ বিজয়, ডিসেম্বর এলেই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু হয়। এ সময় জাতীয় পতাকা বিক্রিরও ধুম পড়ে। নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকার রাস্তায়, ওলিতে গলিতে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমনে বাঁশের সঙ্গে ছোট-বড় পতাকা বেঁধে বিক্রি করছেন আলমাস।

 
Electronic Paper