ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাসপাতালে বিএনপি নেতা মিনু

রাজশাহী প্রতিনিধি
🕐 ৯:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৯, ২০১৮

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হৃদরোগ ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে মহানগরীর ক্যান্টনমেন্ট এলাকায় যুবদল আয়োজিত বর্ধিত সভায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। উচ্চ রক্তচাপ ও বুকের ব্যাথার কারণে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।

তিনি বলেন, তার অবস্থা এখন মোটামুটি ভালো। দীর্ঘদিন থেকে শারীরিক কিছু সমস্যায় ভুগছেন তিনি।

এদিকে, মিনুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মীরা। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন তারা।

বিএনপি নেতা মিজানুর রহমান মিনু দীর্ঘ ১৬ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সাথে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন রাজশাহী-২ (সদর ও পবা) আসনের সংসদ সদস্য ছিলেন।

 
Electronic Paper