মান্দায় আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
🕐 ৩:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
_1.jpg)
নওগাঁর মান্দা উপজেলায় আগুনে লেগে সমসের আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গনেশপুর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমসের আলী কচুকুড়ি গ্রামের মৃত. সুবিদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে রান্নার ঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মান্দার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সমসের ঘটনাস্থলেই মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক কাজী জানান, দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রান্নার চুলা অথবা কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
