ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেলো চাচার
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ)
🕐 ৭:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে চাচা মোসলেম উদ্দিন (৭০) নিহত হয়েছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার সাথে জড়িত ভাতিজা সাগর আহমেদ জালালকে (৩৫) গ্রেফতার করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোসলেম উদ্দিনের সঙ্গে ভাতিজা সাগর আহম্মেদ জালালের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ভোর ৫টার দিকে কথা কাটাকাটি ও ঝগড়া বেধে যায় চাচা ও ভাতিজাদের মধ্যে। এক পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই চাচা মোসলেম উদ্দিন মারা যান। ঘটনার পর থেকেই ভাতিজা জালাল উদ্দিনকে এলাকাবাসি আটক করে রাখেন। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
