ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর
🕐 ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

নাটোরে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

নাটোরের বড়াইগ্রামে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ বুলবুল হাসান (২১) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বুলবুল হাসান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকুশা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান জানান, মাঝগাঁও তিরাইল পূর্বপাড়া গ্রামের রাশেদুল হোসেন পুকুরের মাছ পরিচর্যা শেষে বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে ওই মহাসড়কের মাঝগাঁও সূতিরপাড় এলাকায় ফিডার রোডে চার ছিনতাইকারী অস্ত্র দেখিয়ে তার পথরোধ করে। পরে তারা রাশেদুলের হাত-পা বেঁধে মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। পরে ঘটনাটি পুলিশ জানতে পেরে রাতেই অভিযানে নামে এবং কলাবাগান এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত চক্রের সদস্য বুলবুলকে আটক করে। সেই সাথে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। পরিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। ডাকত চক্রের অন্য সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 
Electronic Paper