গুরুদাসপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নিমার্ণ কাজের উদ্বোধন
গুরুদাসপুর প্রতিনিধি
🕐 ৬:১৮ অপরাহ্ণ, জুন ০১, ২০২৩

নাটোরের গুরুদাসপুরে শুরু হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নিমার্ণ কাজ। গুরুদাসপুর পৌরসদরের খামারনাচকৈড় মৌজায় ৩নং ওয়ার্ডে এস্টেডিয়ামের প্যাভিলিয়ন গ্যালারির পাইলিং স্থাপন কাজের উদ্বোধন দিয়ে শুরু হয় এ স্টেডিয়াম নির্মাণ কাজ। বৃহস্পতিবার (১লা জুন) সকাল ১১টায় অনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন উদ্বোধন করেন ইউএনও শ্রাবণী রায়।
এসময় উপস্থিত ছিলেন শহীদ সামসুজেজ্জাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমপিপুত্র আশিফ আব্দুল্লাহ শোভন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজকুমার কাঁসি ও ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের অর্থায়নে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ১৮৬টি উপজেলায় নির্মাণ হচ্ছে এ স্টেডিয়াম। উপজেলার পৌরসদরের খামারনাচকৈড় মৌজায় ৩নং ওয়ার্ডের তিন একর জায়গার উপর নিমার্ণ হচ্ছে এ শেখ রাসেল মিনি স্টেডিয়াম। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি ১৩ লক্ষ টাকা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
