ঢাকা, রবিবার, ১ অক্টোবর ২০২৩ | ১৬ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতের উপহারের ৪টি ইঞ্জিন এখন ঈশ্বরদীতে

শমিত জামান, ঈশ্বরদী
🕐 ৩:১৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

ভারতের উপহারের ৪টি ইঞ্জিন এখন ঈশ্বরদীতে

বাংলাদেশ রেলের যাত্রীসেবার মান ও মালামাল পরিবহণের সুবিধা বৃদ্ধি করতে এবং দু’দেশের বন্ধুত্বের অবস্থান আরও মজবুত করতে ভারত সরকারের দেওয়া বিশটি লোকো মোটিভ ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছছে।

রেলের পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকো আশিষ কুমার মন্ডলের দেওয়া তথ্যসুত্রে জানা গেছে, বুধবার বেলা একটায় চারটি ইঞ্জিন ঈশ্বরদী লোকোসেডে এসে পৌঁছেছে। বাকি ১৬টি ইঞ্জিন দর্শনাতে রাখা হয়েছে। এই ২০টি ইঞ্জিন দিয়ে দেশে ৬৫ সিরিজের মোট ইঞ্জিন হলো ৫৬টি। ঈশ্বরদী লোকোসেডে আনা ৪টি ইঞ্জিন প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে সৈয়দপুর লোকোতে পাঠানো হবে। সেখান থেকে প্রত্যেকটি ইঞ্জিনকে ফিট দিয়ে পশ্চিমাঞ্চল রেলের প্রয়োজনীয় বিভিন্ন স্থানে পাঠানো হবে। একইভাবে দর্শনায় রাখা ১৬ টি ইঞ্জিনও ঈশ্বরদী লোকোসেডে পর্যায়ক্রমে আনার পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সৈয়দপুর লোকোতে পাঠানো হবে।

রেলের পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকো আশিষ কুমার মন্ডল আরো জানান, প্রয়োজনমতে ইঞ্জিন গুলো নতুন ট্রেন, মালবাহী ট্রেন ও অন্যান্য যাত্রীবাহী ট্রেনে কাজে লাগানো হবে।

এদিকে এসব ইঞ্জিন ভারত সরকারের পক্ষ থেকে উপহার দেওয়ায় বাংলাদেশ রেলের স্বল্প সময়ের মধ্যে ইঞ্জিন সংকটে পড়ে কোন যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেন পরিবহণে কোন সংকট সৃষ্টি হবেনা বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। একই সাথে তারা ভারতের রেল মন্ত্রনালয়কেও অভিনন্দন জানিয়েছেন।

 
Electronic Paper