ভাঙ্গুড়ায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
ভাঙ্গুড়া প্রতিনিধি
🕐 ৮:৫২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় রুমা খাতুন (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের চকমৈষাট গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত খায়রুল ইসলামের মেয়ে। তিনি পাশের ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের কুয়েতপ্রবাসী জাকারিয়া রহমানের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় দুই বছর আগে জাকারিয়া রহমানের সঙ্গে রুমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামী জাকারিয়া কুয়েত চলে যান। এরপর থেকে রুমার শ্বশুর পক্ষের লোকজন তাকে নানাভাবে অত্যাচার করতেন। কয়েকদিন আগে বাবার বাড়িতে চলে আসেন রুমা। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রুমার মা শিল্পী খাতুন তাকে ডাকাডাকি করে। কোনো সাড়া-শব্দ না পেয়ে ভিতরে গিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে তার মেয়ে ঝুলছে। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, শুনেছি মেয়েটি শোয়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে জানাতে পারেনি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, সকালে মরদেহটি উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
