ঢাকা, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে বিএনপির ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, নাটোর
🕐 ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৩

নাটোরে বিএনপির ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুর

নাটোর বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে উপশহর এলাকায় এই ঘটনা ঘটে।

 

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, আগামী শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল উপলক্ষে উপশহর মাঠে মঞ্চ এবং প্যান্ডেল নির্মাণ করা হয়। বৃহস্পতিবার রাত দশটার দিকে বেশ কয়েকজন সরকারদলীয় লোকজন মোটরসাইকেল যোগে এসে মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে আগামীকাল সকাল দশটায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, বিএনপির তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকেই নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে এবং এর দায় আওয়ামী লীগের উপর চাপাচ্ছে।

সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এটি করেছে তা তারা খতিয়ে দেখা হচ্ছে।

 
Electronic Paper