ঢাকা, শুক্রবার, ২ জুন ২০২৩ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রায়গঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ: ফাঁসির দাবীতে মানববন্ধন

রাশিদুল হাসান, রায়গঞ্জ
🕐 ৫:৪৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

রায়গঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ: ফাঁসির দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আসামীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ, মানববন্ধন ও স্বারকলীপি প্রদান করা হয়েছে।

 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারী উন্নয়ন সংস্থা নিজেরা করির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিজেরা করির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মামুনুর রশিদ, নিজেরা করি রায়গঞ্জের অঞ্চল সমন্বয়ক মোঃ আসাবুর রহমান আসাদ, ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রফিকুল ইসলাম, বাসুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাই, ভূমিহীন নেত্রী মনোয়ারা বেগম প্রমুখ।

ঘন্টাব্যাপী চলা অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জানান, গত ৯ মার্চ রাতে উপজেলার বাশুড়িয়া স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার হয়। এ ঘটনায় ধর্ষিতার মা গত ১৩মার্চ বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করে। পরে পুলিশ ধর্ষক হাসান আলীকে (৩০) কে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এরপর থেকে আসামী পক্ষের লোকজন ভিকটিমের পরিবারকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে। মামলা তুলে না নিলে প্রাণ নাশের হুমডি দিতে থাকে। এমতাবস্থায় ধর্ষিতার পরিবার আত্মগোপনে রয়েছে।

মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ অন্যান্য সংগঠনের নারী পুরুষ অংশ গ্রহণ করেন। এসময় তারা আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন মধ্যরাতে ভিকটিম স্কুলছাত্রী (১৩) প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে ধর্ষক হাসান আলী নিকট আত্মীয়তার সুবাদে তাকে ঘরে ডেকে নেয়। ফুসলিয়ে ভিকটিমকে নেশাযুক্ত দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে। পরের দিন সকালে ধর্ষিতার চিৎকারে তার বাড়ির লোকেরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে ভর্তি করে। ধর্ষক হাসান আলী ধর্ষিতার বাবার বাড়ি সংলগ্ন তার শ্বশুর আব্দুস ছামাদ শেখের বাড়ি ঘর জামাই থাকতো। ভিকটিম বাশুড়িয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

 
Electronic Paper