ঢাকা, শুক্রবার, ২ জুন ২০২৩ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুন্দরগঞ্জে ৪ জুয়াড়ি আটক

সুন্দরগঞ্জ প্রতিনিধি
🕐 ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

সুন্দরগঞ্জে ৪ জুয়াড়ি আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাঁশঝাড়ের ভিতর জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে জুয়ার খেলার সরঞ্জামসহ নগদ ৯ হাজার ৭’শ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন- উত্তর বেকাটারী গ্রামের মৃত মিছির আলী ছেলে শাহজাহান (৩৫), ডোমেরহাট গ্রামের মৃত আফতাব আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৩), দক্ষিণ বেকাটারী গ্রামের খালেক মন্ডলের জহুরুল ইসলাম (৩২) ও একই গ্রামের মছির উদ্দিনের ছেলে ছামিউল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রামজীবন ইউনিয়নের দক্ষিন বেকাটারী গ্রামের পাগলারতল পাড়াস্থ জনৈক প্রফুল্ল চন্দ্র বর্মনের জুয়া খেলার সময় হাতে নাতে চার জুয়াড়িকে গ্রেফতার করে থানা পুলিশ। একইসঙ্গে জুয়ার খেলার সরঞ্জামসহ জুয়ার বোর্ডের নগদ টাকা জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানা ও সাদুল্লাপুর থানায় একাধিক জুয়া মামলা রয়েছে।

 
Electronic Paper