ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে তিন ভেজাল গুড় ব্যবসায়ীর কারাদন্ড

নাটোর প্রতিনিধি
🕐 ১০:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

নাটোরে তিন ভেজাল গুড় ব্যবসায়ীর কারাদন্ড

নাটোরের লালপুরে তিনজন ভেজাল গুড় ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত আটটার দিকে উপজেলার ওয়াালিয়া মন্ডলপাড়া এলাকায় ভেজাল গুড় কারাখানায় অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্তরা হলো, একই এলাকার আবুল কালাম, আসানুর আলী ও রায়তুল্লা শাহ।

ওয়াালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুর রহিম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভোজাল গুড় কারখানায় অভিযান চালানো হয়। এসময় চিনি, রং ও বিভিন্ন ক্যামিকেল দিয়ে গুড় তৈরীর সময় তিনজনকে হাতনাতে আটক করা হয়। সেই সাথে জব্দ করা হয় ৯ বস্তা চিনি, ২৩ কন্টেইনার ভেজাল গুড়, এরারুট, রং ও ফিটকিরি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভেজাল গুড় তৈরী করে বিভিন্ন বাজারে বিক্রির কথা স্বীকার করে।

পরে ভেজাল গুড় ব্যবসায়ীদের উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। শেষে জব্দকৃত ভেজাল গুড় ও গুড় তৈরীর সরঞ্জাম ধংস করা হয়।

 
Electronic Paper