তাড়াশে শীতার্তদের মাঝে এমপি আজিজের কম্বল বিতরন
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ)
🕐 ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে ৫শত অসহায় ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের শাহ শরিফ জিন্দানী মাজার প্রাঙ্গনে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকারের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার, তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, নওগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির, নওগাঁ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মিলন আহমেদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
