ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা দিবসে বিজয় র‌্যালি

নওগাঁ প্রতিনিধি
🕐 ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ০১, ২০২২

নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা দিবসে বিজয় র‌্যালি

শুরু হচ্ছে বিজয়ের মাস ডিসেম্বর। বিজয় মাসের প্রথম দিনেই নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের সেখানে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটির নেতৃত্বে দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদ। র‌্যালিতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযোদ্ধাদের সন্তানেরা অংশ গ্রহণ করেন।

মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে র‌্যালিটি।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদ বলেন, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্যখচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে।

 
Electronic Paper