নাটোরে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারপিট, আটক ১
নাটোর প্রতিনিধি
🕐 ৫:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

নাটোরে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মোঃ নুরুজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় বেলাল হোসেন নামের এক প্রাইভেটকারের মালিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুর উত্তরা সুপার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। আটক বেলাল হোসেন শহরের কানাইখালী মহল্লার মৃত কলিম উদ্দীনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শহরের ট্রাফিক মোড় এলাকার প্রধান সড়কে কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জন নুরুজ্জামান। এ সময় উত্তরা সুপার মার্কেটের সামনে একটি প্রাইভেটকার অবৈধভাবে পার্কিং করা দেখে গাড়ীটি সরিয় নেওয়ার অনুরোধ জানান গাড়ির মালিক বেলাল হোসেনকে।
এ সময় বেলাল হোসেন গাড়ী থেকে নেমে ক্ষিপ্ত হয়ে ট্রাফিক সার্জেন্টকে গালাগালি করতে থাকে। গালাগালির এক পর্যায়ে বেলাল হোসেন কর্তব্যরত সার্জেন্ট নুরুজ্জামানকে মারপিট করতে শুরু করে এবং তার সোলজার ব্যাজ ছিঁড়ে ফেলে। সেখানে দায়িত্বে থাকা অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারসহ বেলালকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
