ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে চারটি টিয়াপাখি উড়ে গেল মুক্ত আকাশে

নিজস্ব প্রতিবেদক, নাটোর
🕐 ৭:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

নাটোরে চারটি টিয়াপাখি উড়ে গেল মুক্ত আকাশে

নাটোরের সিংড়ায় খাচাবন্দি ৪টি টিয়া পাখি উদ্ধার করে মুক্ত আকাশে উড়িয়ে দেয়া হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলা ভূমি কার্যালয়ের সামনে টিয়া পাখিগুলো অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, পরিবেশ কর্মী খান শারফুল ইসলাম খোকন, হাবিব প্রামাণিক, জুয়েল রানাসহ অন্যান্যরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শনিবার রাতে উপজেলার মহেশচন্দ্রপুর এলাকার একটি পাখি কেনাবেচার দোকানে যায় পরিবেশকর্মীরা। পরে সেখান থেকে খাঁচায় বন্দি চারটি দেশী টিয়া পাখি উদ্ধার করে তারা।

এসময় পাখি বিক্রেতা আবু সাঈদ আর কখনো বিক্রি নিষিদ্ধ পাখি বিক্রি করবেনা মর্মে ক্ষমা চায়। পরে রোববার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পাখিগুলো মুক্ত আকাশে উড়িয়ে দেয়া হয়।

 
Electronic Paper