ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)
🕐 ৫:২৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২

পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা"এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ঐতিহাসিক দিবর দীঘির জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে পত্নীতলা আদিবাসী নেতৃবৃন্দের আয়োজনে সুধির তীর্কির সভাপতিত্বে যতিন টপ্যর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিবর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন রশিদ শেখ।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, চান পুকুর মিশনের ফাদার বেলসারিও, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, লুইস সরেন, যোসেফ হেমরম, বিমান কুমার সহ আদিবাসী নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজন প্রমূখ।

অপর দিকে বিকালে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে বাংলাদেশে সমাজতন্ত্রিক দল (বাসদ) পত্নীতলা শাখার আয়োজনে দিবসটি পালন উপলক্ষে পথ সভা করেছেন। পথসভায় বক্তারা বলেন আদিবাসীদের সাংবিধানিক অধিকার, মাতৃভাষা সংরক্ষণ করতে হবে। এসময় লোডশেডিং সার ও তেলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

 

 
Electronic Paper