গুরুদাসপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
🕐 ৮:৪১ অপরাহ্ণ, মে ২০, ২০২২

নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ বালক জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২০মে) বিকালে উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ সামসুলজ্জোহা সরকারি অনার্স কলেজ মাঠে বেলুন উড়িয়ে ওই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, ইউএনও মো.তমাল হোসেন, ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো.আবু রাসেল ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাজ কুমার কাঁসি ও ক্রীড়ানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় চাপিলা ইউনিয়ন ও চাপিলা ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে। ৬০মিনিটের খেলায় অমীমাংসিত ভাবে শেষ হলে গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে বিয়াঘাট ইউনিয়ন ফুটবল দল ৫-৪ গোলের ব্যবধানে চাপিলা ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে। টুর্ণামেন্টটি ছয় ইউনিয়ন ফুটবল দল ও এক পৌরসভা ফুটবল দলের অংশগ্রহণে শুরু হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
