ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বড়াইগ্রামে ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ

জাহিদ হাসান, (বড়াইগ্রাম) নাটোর প্রতিনিধি:
🕐 ২:৩৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

বড়াইগ্রামে ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ

নাটোরে বড়াইগ্রামে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার(১৩মে) বিকাল থেকে থেকে রাত ৮টা পর্যন্ত বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজার এলাকায় র‌্যাবের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন। প্রতিষ্ঠানের মালিককে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানাা করা হয়।

এসময় ৩৮ ধারার মূল্য তালিকা প্রদর্শন না করা, ৪০ ধারায় অধিক মূল্যে নেওয়া এবং ৪৫ ধারায় সঠিক মূল্যে বিক্রি না করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জব্দকৃত সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, সারাদেশে সয়াবিন তেলে কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এজন্য নাটোর জেলার বিভিন্ন উপজেলায় বাজার নিয়ন্ত্রণের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে।

 
Electronic Paper