ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মহিলাদের জন্য নামাজের স্থান চাই

শামছুত তাবরিজ
🕐 ৩:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২

মহিলাদের জন্য নামাজের স্থান চাই

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো একটি ভবনেও মহিলাদের অজু এবং নামাজের নির্দিষ্ট কোনো জায়গা নেই। পুরুষদের জন্য নামাজের জায়গা আছে কিন্তু মহিলাদের অজু এবং নামাজের নির্দিষ্ট কোনো জায়গা নেই।

এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহিলাদের জন্য আলাদা অজু করার ব্যবস্থা এবং নামাজ আদায়ের জন্য জায়গা নেই। শুধু শুক্রবার জুমার ওয়াক্তে মেয়েদের নামাজের জন্য একটা কামরা খুলে রাখা হয়। প্রতি শুক্রবার অনেক নারী জুমার নামাজে আসেন, এছাড়াও দিনের বেলা জোহর ও আসরের ওয়াক্তে কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করতে এসে অনেকে বিপাকে পড়েন। নেই কোনো মানসম্মত অজুখানা, নেই কোনো নামাজের জায়গা। কিছুদিন আগে একজন প্রাক্তন ছাত্র তার পরিবার নিয়ে বেড়াতে এসেছিলেন। পরিবারের সবাই নামাজি এবং শরীয়তসম্মত পর্দানশীল। কেন্দ্রীয় মসজিদে এসেছিলেন নামাজ পড়তে, কিন্তু মেয়েদের অজু করার সুবন্দোবস্ত নেই। দোতলায় অজুর জায়গা চারদিকে খোলা। উপায় না পেয়ে বড় ওড়না কাপড় দিয়ে পর্দা তৈরি করে অজু করলেন। এটা তো একদিনের চিত্র।

শামছুত তাবরিজ, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 
Electronic Paper