ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছাত্র সংসদ চাই

শাহ জাহান
🕐 ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২

ছাত্র সংসদ চাই

দেশে বর্তমানে ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে মোট ২২৪৯টি কলেজ রয়েছে যেগুলোতে অনার্স বা সমমানের শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও চিকিৎসা শিক্ষা প্রদানের জন্য ৩৪টি মেডিকেল কলেজ ও চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে।

এছাড়াও বহু বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ রয়েছে। উচ্চ শিক্ষার অর্জনের জন্য লাখ লাখ শিক্ষার্থী এসব বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহে পড়াশোনা করছেন। কিন্তু এসব শিক্ষার্থীদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন- আবাসন সংকট, হোস্টেলে নিম্ন মানের খাবার সরবরাহ, চিকিৎসা কেন্দ্রের সংকটসহ আরও অনেক সমস্যা তাদের মোকাবিলা করতে হয়। কিন্তু এসব সমস্যা সংশ্লিষ্ট যৌক্তিক দাবিগুলো বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনার জন্য প্রতিষ্ঠানগুলোর আইনে ছাত্র সংসদের বিধান থাকলেও কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ব্যতীত বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দৃশ্যত ছাত্র সংসদ নেই। যার ফলে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়াগুলো যৌক্তিকভাবে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনা সম্ভব হয় না এবং তাদের সমস্যাগুলো সমাধানের অভাবে বিভিন্ন অসহনীয় দুর্ভোগ এই সাধারণ শিক্ষার্থীদের ভোগ করতে হয়। তাই সকল সাধারণ শিক্ষার্থীর স্বার্থ বিবেচনায় প্রত্যেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ স্থাপন সময়ের দাবি জানাই। যেখানে শিক্ষার্থীদের পড়ালেখা ও জীবনমানের উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

শাহ জাহান, শিক্ষার্থী, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 
Electronic Paper