ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বাস্থ্যবিধি মানতে হবে

শাহ্ মুহাম্মদ আব্দুল্লাহ
🕐 ১২:২০ অপরাহ্ণ, এপ্রিল ০৮, ২০২১

স্বাস্থ্যবিধি মানতে হবে

করোনাভাইরাসের সংক্রমণ হ্রাসের জন্য দেশে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি অনুযায়ী চলার জন্য বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু লকডাউন শব্দটা গত বছরের মতো এবার তেমন আতঙ্কিত করছে না; কারও মাঝে দেখা যাচ্ছে না সেই লক্ষণ।

শহর অঞ্চলে যেমন তেমন, মফস্বলে স্বাস্থ্যবিধির ছিটেফোঁটা নাই। লকডাউন উপেক্ষা করে কারণে অকারণে বাজারে সরগরম নিত্যদিনকার ঘটনা। প্রজ্ঞাপন অমান্য করে সব ধরনের দোকানই খোলা রাখা হয়েছে। এরূপ চলতে থাকলে করোনা সংক্রমণের গতি কমবে বলে মনে হয় না।

গতবছরের লকডাউন এর কথা সবারই জানা আছে। কর্মহারানো মানুষের অব্যক্ত আর্তচিৎকার ভোলার কথা নয়। সংক্রমণের গতি অব্যাহত থাকলে লকডাউন বাড়ানোর কথা ভাবছে সরকার। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ কমার সম্ভাবনা নাই। তাই স্বাস্থ্যবিধি মানা জরুরি।

অবহেলা নয়, পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করার এখনই সময়। নিজেকে সুরক্ষিত থাকতে ও পরিবারের সবাইকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মান্য করা বাঞ্ছনীয়। নতুবা করোনার প্রকোপে আবারও জনজীবন বিপর্যস্ত হবে।

শাহ্ মুহাম্মদ আব্দুল্লাহ
শিক্ষার্থী, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ঢাকা

 
Electronic Paper