ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আদালত প্রাঙ্গণে বসার স্থান জরুরি

শেখ সায়মন পারভেজ হিমেল
🕐 ১২:৪৪ অপরাহ্ণ, মার্চ ০৩, ২০২১

আদালত প্রাঙ্গণে বসার স্থান জরুরি

কোনো মানুষ সাধ আহ্লাদ করে আদালত প্রাঙ্গণে আসে না, আসে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। সে অবস্থায় শরণাপন্ন হয় বিজ্ঞ আদালতে। পাহাড় সমতুল্য চিন্তা সেইসাথে বিজ্ঞ আদালতের ধীর কার্য, সবকিছুর সমন্বয়ে সেবা গ্রাহককে জীবন হয়ে ওঠে মরমর। ইদানীং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে যাওয়ার প্রেক্ষিতে, অপেক্ষমাণ সেবা গ্রাহকদের দাঁড়িয়ে থাকার কষ্ট চোখে পড়ার মতো। সবকিছুই পরিস্থিতিতে বাধ্য। আমাদের দেশে বর্তমানে এ জাতীয় অগণিত সমস্যা জাতীয় জীবনকে নিপীড়িত করছে।

এসব সমস্যা সমাধানের দায়িত্ব দেশের পরিচালকম-লীর হাতে ন্যস্ত থাকলেও জনগণ তা থেকে মোটেই বিচ্ছিন্ন নয়। তাই নাগরিকদেরকে দেশ গঠনমূলক পরিকল্পনা দান করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য নিজ নিজ কর্তব্য পালন করতে হবে। দেশের উন্নতির জন্য শান্তি-শৃঙ্খলার প্রয়োজন। নাগরিকরাও যদি কর্তব্যসচেতন হয় তবে দেশ শৃঙ্খলার মাধ্যমে উন্নতির দিকে ধাবিত হবে। আইনের প্রতি আনুগত্য প্রদর্শন, সরকারি আদেশ-নিষেধ অনুসরণ ইত্যাদি যথাযথভাবে পালন করলে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে। মনে রাখা উচিত, দেশ সরকারের নয়, জনগণের। দেশের কল্যাণের দায়িত্ব সম্পর্কে নাগরিকরা কর্তব্যপরায়ণ না হলে শুধু সরকারের পক্ষে দেশের সার্বিক কল্যাণ সাধন করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। সরকার যদি জনগণের এই ছোট ছোট সমস্যার দিকে না তাকায় তাহলে রাষ্ট্রের প্রতি জনগণের মুখ থুবড়ে যাবে। জনগণের এ দুর্ভোগ হতে রক্ষা পেতে দরকার সরকারের সুদৃষ্টি ও পরিকল্পনা।

শেখ সায়মন পারভেজ হিমেল : শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ,
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
[email protected]

 
Electronic Paper