ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গৃহহীনের আশার আলো আশ্রয়ণ প্রকল্প

জাফরুল ইসলাম
🕐 ২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

গৃহহীনের আশার আলো আশ্রয়ণ প্রকল্প

মৌলিক অধিকারের মধ্যে একটা হলো বাসস্থান। অর্থাৎ দেশের সকল নাগরিকের অধিকার রয়েছে বাসস্থান পাওয়ার। বাংলাদেশের রাস্তাঘাট রেলস্টেশনে রাতের বেলা দেখা যায়, অনেক মানুষ শীতের মধ্যে অতি কষ্ট করে ঘুমাচ্ছে। দিনের বেলায় তারা সামান্য কাগজ দিয়ে রেল লাইনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করছে সম্প্রতি বাংলাদেশ সরকার এসব গৃহহীনের জন্য আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেছে। যা বিশে^র মধ্যে প্রথম এমন প্রকল্প এর আগে কোনো দেশে নেওয়া বাস্তবায়ন হয়নি। যদিও সমাজতান্ত্রিক রাষ্ট্রে ক্ষুদ্র পরিসরে এমন প্রকল্পের বাস্তবায়ন দেখা যায়। কিন্তু পুঁজিপতিদের হিসাব ভিন্ন। বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে।

কী কী থাকছে এই প্রকল্পে? প্রকল্পের মাধ্যমে ৮ লক্ষ ৫০ হাজার মানুষের পাকা বাড়ি এবং জমিসহ প্রদান করা হবে। তার খরচ বহন করবে সরকার। জুলাই ২০১০ থেকে ২০২২ সংশোধিত মেয়াদে ২.৫০ লক্ষ ভূমিহীন ছিন্নমূল অসহায় পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ২৯৩২.৫৫ কোটি টাকা ব্যয়ে ১৯২,৩৩৬টি পরিবার পুনর্বাসন করা হয়েছে। এ ছাড়াও বর্তমানে এ প্রকল্পের মাধ্যমে ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ৩,৮৪০,৫৫ টাকা ব্যয়ে ২,৯৮,২৪৯ ভূমিহীন গৃহহীন অসহায় পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ২,৭৫,৬৫৬ জনকে পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ১৩৮,৭১৮ পরিবারকে ঋণ প্রদান করা হয়েছে। এসব বাড়িতে বসবাসকারীদের জন্য বিদ্যুৎ প্রদান সুপেয় পানির ব্যবস্থাসহ স্যানিটেশন ব্যবস্থা রয়েছে। প্রকল্পে বসবাসকারীদের জন্য এলাকাভিত্তিক মসজিদ কবরস্থান এবং সবুজ বনায়নের ব্যবস্থা করা হয়েছে। যার ফলে দেশের মানুষের বসবাস কমে যাবে এবং পরিবেশ ও পরিবেশের ভারসাম্য অনেকটা ফিরে আসবে।

জাফরুল ইসলাম : শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]

 
Electronic Paper