ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দূরপাল্লার পরিবহনে মাদক বহন

হাবিবুর রহমান হাবিব
🕐 ৭:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০

বর্তমান বিশ্ব যে কয়টি মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে মাদকাসক্তি অন্যতম। বিশ্বব্যাপী মাদকাসক্তি আজ চরম পর্যায়ের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক মহামারির আকার ধারণ করেছে।

সম্প্রতি বাংলাদেশে এই মহামারির রূপ প্রবল থেকে প্রবলতর। কিন্তু মাদকের এই করাল গ্রাসে শিকার হয়ে বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে। দিন যত যাচ্ছে মাদকাসক্তির এই পরিধি সম্প্রসারিত আকার ধারণ করছে।

আর এই সম্প্রসারণে দূরপাল্লার পরিবহনগুলো সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। কারণ পরিবহনগুলোর মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে মালামাল সামগ্রী।

মালামালের ভিতর দিয়ে তারা অশুভ উপায়ে বিভিন্ন প্রকার মাদক (ইয়াবা, গাঁজা, মদ, ফেনসিডিল) ইত্যাদি দেশের দূর-দূরান্তে নিয়ে যাচ্ছে। তাই এখনি উচিত মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকারাবদ্ধ হওয়া। এমতাবস্থায় মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজ রক্ষার্থে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

হাবিবুর রহমান হাবিব, শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
[email protected]

 

 
Electronic Paper