ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমালোচনা নয়, পাশে থাকুন

মুহাম্মদ শফিকুর রহমান
🕐 ১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ০৮, ২০২০

করোনার কারণে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। যারা দিনমজুর, দিন আনে দিন খায়, রিকশা চালায়Ñ তাদের উপায় কী। রিকশা না চালালে আয় বন্ধ। রেলস্টেশন, বাসস্ট্যান্ড, পথে-ঘাটে কিছু ছিন্নমূল মানুষ আছেন।

যাদের আয় বন্ধ। অফিস-আদালত, কলকারখানা সবই বন্ধ। এইসব মানুষরা খাবে কী? পরিবার পরিজন নিয়ে কি না খেয়ে মারা যাবে? সরকার সামান্য সাহায্য দিয়েছে। বেশিরভাগ সাহায্য দিয়েছে ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। জীবনের ঝুঁকি নিয়ে তারা খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছে। কেউ কেউ অভাবিদের হাতে রান্না করা খাবারও দিচ্ছে।

এই কাজগুলো যারা করছে তাদের শতকরা আশি ভাগ তরুণ। জীবনের ঝুঁকি আছে। তবুও তারা অভাবি, গরিদের পাশে দাঁড়িয়েছে। সামর্থ্যরে সবটুকু দিয়ে। তাদের এই কর্মকা- অত্যন্ত প্রশংসনীয়। এভাবে তারা এগিয়ে না এলে সংকট আরো বাড়ত। সরকারের পক্ষে কখনোই সম্ভব নয় পুরো দেশের গরিব, দুস্থদের হাতে দ্রুত খাদ্যদ্রব্য পৌঁছানো। তরুণরা সামাজিক মাধ্যম ফেসবুকে আহবান জানিয়েছে। ফেসবুকের মাধ্যমে ফান্ড সংগ্রহ করেছে অনেকে।

অনেকে সাহায্য প্রদানের ছবি পোস্ট করেছে। এটার তীব্র সমালোচনা করছে একদল মানুষ। সমালোচনা করাই যেন তাদের কাজ। তারা কখনোই কারো পাশে দাঁড়ায় না। অথচ তরুণদের ভালো কাজের প্রশংসা হওয়া উচিত। দেশের বিপদের সময়ে সমালোচনা নয়। প্রয়োজন কাজে নেমে পড়া। ভালো কাজে উৎসাহ দেওয়া। সামর্থ্য থাকলে শরিক হওয়া।

মুহাম্মদ শফিকুর রহমান, মিরপুর-১২, ঢাকা ১২১৬
[email protected]

 
Electronic Paper