ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অটিস্টিক শব্দের অপব্যবহার

মাইশা শওকত
🕐 ১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ০১, ২০২০

আজকাল অটিস্টিক শব্দটির প্রচলন বেড়েছে। সাধারণ মানুষকে কিংবা কাছের বন্ধুকে শব্দটি বলে এক ধরনের মজা অনেকেই পান। এই যেমন কোন এক আড্ডায় কেউ অবুঝের মতো কথা বলে বসলেন, অমনি তাকে সব বন্ধুরা মিলে বলে উঠলেন Ñ তুই না একটা অটিস্টিক!’

যারা এই শব্দটি বলেন তাদের জানা উচিত অটিস্টিক বা অটিজম শব্দটির মানে কী?

যারা অটিজমে আক্রান্ত তাদেরই অটিস্টিক বলা হয়। এটি একটি স্নায়ুবিক এবং মানসিক সমস্যা। তারা আমার বা আপনার মত সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি জ্ঞানী এবং অনেক বেশি সৎ। কিন্তু সমাজের মানুষজন কি তাদের মানুষ হিসেবে ভাবছেন? যদি ভেবেই থাকেন তাহলে কেন শব্দটি গালি, অবজ্ঞা এবং তাচ্ছিল্যের হবে? একবার ভেবে দেখুন তো আপনার পরিবারের কেউ অটিজমে আক্রান্ত! পারবেন এভাবে হেসে হেসে শব্দটিকে গালি হিসেবে ব্যবহার করতে!

আজ ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস। আসুন অটিজম দিবসে শপথ করি, অটিস্টিক শব্দটি আর হবে না গালি।

মাইশা শওকত, সঙ্গীত বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

 
Electronic Paper