ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাফলংয়ে অভিযানে চালিয়ে ২৪ শ্যালো মেশিন ধ্বংস

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
🕐 ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

জাফলংয়ে অভিযানে চালিয়ে ২৪ শ্যালো মেশিন ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু, পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীর জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১৪টি সেইভ (শ্যালো) মেশিন এবং ছোট বড় মিলিয়ে ১০টি ইঞ্জিনচালিত নৌকা ভাঙচুর ও আগুন দিয়ে বিনষ্ট করা হয়েছে।

এ সময় বিজিবি তামাবিলের কোম্পাণী কমান্ডার নায়েক সুবেদার হযরত আলী ও গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় সহ পুলিশ ও বিজিবি'র সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ২৪টি সেইভ (শ্যালো) মেশিন ও নৌকা ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক এমন অভিযান অব্যাহত থাকবে।

 
Electronic Paper