চিকিৎসক বলেছেন অস্ত্রোপচারের পর আট মাস মাঠের বাইরে থাকতে হবে বসুন্ধরা কিংস ও জাতীয় দলের নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে। ফলে চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না তপুর। এ বছর জাতীয় দল কিংবা ক্লাবের ব্যস্ত সুচি থাকলেও লম্বা সময়ের জন্যই ছিটকে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে শনিবার মুম্বাই থেকে তপু বলেন, ‘ডাক্তার বলেছেন মাঠে ফিরতে হলে অপারেশন করতে হবে। তা না হলে খেলায় ফিরতে পারবো না। আগামীকালই (আজ) অপারেশন হতে যাচ্ছে।
যে কারণে এবারের মৌসুমে আর খেলার সুযোগ নেই। ৭-৮ মাস খেলার বাইরেই থাকতে হবে।’ তিনি যোগ করেন,‘আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, যাতে সুস্থভাবে দেশে ফিরতে পারি।’২০১৮ সালে আবাহনী লিমিটেডে থাকতে লিগামেন্টের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তপু বর্মণ। এবারও সেই একই সমস্যায় পড়তে হয়েছে তাকে।