ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এফডিসিতে লাঞ্ছিত ইমন

বিনোদন ডেস্ক
🕐 ৯:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

এফডিসিতে লাঞ্ছিত ইমন

শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নায়ক ইমন। শুক্রবার (২১ জানুয়ারি) তিনি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নায়ক নিজেই গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন। এ ঘটনায় এফডিসি জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

চিত্রনায়ক ইমন বলেন, 'আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে আমি শিল্পী সমিতির অফিস সংলগ্ন রাস্তায় নির্বাচনী প্রচারণা করছিলাম। সাথে ছিলেন নিপুণ, রিয়াজ ও হিরো আলমসহ অনেকেই। দূরে মিশা সওদাগর ভাইকে দেখে তার সঙ্গে আমি কুশল বিনিময় করতে যাই। তখন আমাকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন এক বহিরাগত।'

তিনি আরও বলেন, 'যিনি ধাক্কা দিয়েছেন তাকে আমি চিনি না। তবে তার আচরণ ছিল মিশা সওদাগরের বডিগার্ডের মতো। অনেক এগ্রেসিভ ছিলেন তিনি।'

ইমন জানান, 'তাৎক্ষণিক মিশা সওদাগর ভাই বিষয়টি মীমাংসা করতে গেলেও ওই বহিরাগত আরও রেগে গিয়ে মারতে তেড়ে আসেন। উচ্চবাচ্য করেন।'

ইমনের ভাষ্য, 'বহিরাগত ওই ব্যক্তিকে জিজ্ঞেস করি আমি নায়ক ইমন, আমাকে চেনেন না? ধাক্কা দিচ্ছেন কেন? উনি আমার সাথে আবারও দুর্ব্যবহার করেন। মিশা ভাই তাকে সরি বলতে বললেও সে থামছিল না।'

তিনি যোগ করেন, 'বহিরাগত ওই ব্যক্তি মিশা-জায়েদ প্যানেলের সমর্থক। আগেও চেহারা দেখেছি সে মিশা-জায়েদের পক্ষে স্লোগান দিয়েছে। নির্বাচন কমিশনকে সাথে সাথে এই ঘটনা জানিয়েছি। লিখিতভাবে অভিযোগ দিচ্ছি। আশা করছি নির্বাচন কমিশন এর সুষ্ঠুভাবে বিচার করবেন। আমরা শান্তিতে নির্বাচন করতে চাই।'

সরেজমিনে থেকে জানা যায়, ওই বহিরাগত ব্যক্তি উঠতি অভিনেতা। তার নাম শাহেন শাহ। বেশকিছু মিউজিক ভিডিও করেছেন। একটি সিনেমাতে পার্শ্বনায়ক হিসেবে কাজ করেছেন।

 
Electronic Paper