ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছোটপরী সিরিজ- ভুল

রণজিৎ সরকার
🕐 ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

ছোটপরী সিরিজ- ভুল

তুমি বলছ, তোমার হয়েছে ‘ভুল’ আমার না।
আমি বলছি, ভুল কারও হয়নি ‘ছোটপরী’
ঐশ্বরিক প্রদত্ত প্রেমময় ইচ্ছায় হয়েছে বিলকুল।

জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছেন
জীব ও প্রাণিজগতের মতো উদ্ভিদেরও প্রাণ আছে।
লজ্জাবতী গাছ স্পর্শ করলেই প্রমাণ পাওয়া যায়।
জীবনের প্রথম তোমাকেই স্পর্শ করার পর
প্রেমহীন হৃদয়ের মরুভূমিতে উড়ন্ত চাতক পাখির
ইচ্ছা পূরণের রাণী হয়ে গেলে, প্রমাণ নিশ্চয় অনুভূতিতে মিলেছে!
পরস্পরকে স্পর্শে কাক্সিক্ষত মনে পূর্ণিমার পূর্ণ আলোর মতো
ছড়িয়ে পড়লে অনুভূতির ভুলে নয় ফুলের রাজ্যে শরীরজুড়ে।

 
Electronic Paper