ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ | ২০ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেউ কারও না

এনাম রাজু
🕐 ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

কেউ কারও না

সমস্ত ভয়ের অপমৃত্যু হবে সেতারের তারে...

ঘোড়ার নখে বাঁধা যখন সময়ের চাবি
নতুন আলোর খোঁজ ইচ্ছের ভেলায়
মার্বেল হয়ে হেঁটে সমুদ্রের পথে সময় ইঞ্জিন
তখন তো সবকিছুই সহজ ও বইখোলা হবে।

কেউ কারও না পিঁপড়ের নগরীতে
বন্দনা তবু এক টাইম মেশিনকোডের
ভয়ে হাবুডুবু, সাঁতার না জানার ব্যর্থতা কাঁধে যার
সেই আজন্ম তোষামোদের বাথান গড়ে
আর আতঙ্কের মালা গাঁথে মৃত্যুপুরীতে।

 
Electronic Paper