মৃত্তিকার পাণ্ডুলিপি
আবেদীন জনী
🕐 ২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

চাহিদামাফিক উষ্ণতায় গলে যায় কঠিন বরফ
হিমবনে স্কুয়াপাখিদের ভেঙে যায় ঘুম
সাদা কুয়াশার ডানা ভেদ করে
মেঘপাহাড়ের খাঁজে খাঁজে ঢুকে পড়ে তরতাজা রোদ
যদি সেরকম কোমল উষ্ণতা পাই
আমিও সহসা মেঘগলা বৃষ্টি হতে পারি, অথবা বরফগলা নদী
যদি পেয়ে যাই নিমগ্ন পাঠক
যেজন পড়তে পারে দুচোখের বিমূর্ত অক্ষর, না-বলা কথার বিস্মিত ছায়া
তার কাছে তুলে দিতে পারি মৃত্তিকার পাণ্ডুলিপি
বুকের শেলফে রাখা সকল পুস্তক- জৈবনিক পৃষ্ঠাগুলো।
