ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ০৬, ২০২২

আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম

আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম শফিকুজ্জামান।

বৃহস্পতিবার অত্যাবশ্যকীয় পণ্যের (চিনি ও ভোজ্যতেল) মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধন ও ব্যয় বিবরণী হালনাগাদ করণের লক্ষ্যে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, আগামী মঙ্গলবার দুটি পরিশোধন কারখানা পরিদর্শন করা হবে। এরপর দাম নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে ভোজ্যতেলের অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।

বর্তমানে ১ লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা। দাম বাড়িয়ে তা ১৬৮ টাকা করতে চান ব্যবসায়ীরা। কিন্তু ব্যবসায়ীদের এই দাবির সপক্ষে বৈঠক থেকে সমর্থন দেওয়া হয়নি।

 
Electronic Paper