ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা নেগেটিভ হয়ে প্যারিসে ফিরেছেন মেসি

খেলাধুলা প্রতিবেদক
🕐 ৫:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ০৬, ২০২২

করোনা নেগেটিভ হয়ে প্যারিসে ফিরেছেন মেসি

করোনা নেগেটিভ হয়ে প্যারিসে ফিরে এসেছেন লিওনেল মেসি। দ্রুতই তিনি অনুশীলনে ফিরবেন বলে পিএসজির এক বিবৃবিতে জানানো হয়েছে।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি গত সপ্তাহে আর্জেন্টিনায় বড়দিনের ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হন। এই সময়ের মধে তিনি পিএসজির ফরাসি কাপে ভেনেসের বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচটিতে অনুপস্থিত ছিলেন।

রোববার লিঁওর বিপক্ষে শীতকালীণ বিরতির পর লিগ ওয়ানের প্রথম ম্যাচে মেসি খেলতে পারবেন কিনা সেই বিষয়টি পিএসজি স্পষ্ট করেনি।

গত গ্রীষ্মে বার্সেলোনা থেকে আসার পর ফরাসী রাজধানীতে মেসির সময়টা এখনো খুব একটা সহজ ভাবে যাচ্ছেনা। ১১ লিগ ম্যাচে এ পর্যন্ত মাত্র ১ গোল করেছেন। যদিও চ্যাম্পিয়ন্স লিগে তিনি পাঁচ গোল করেছেন।

পিএসজি আরো জানিয়েছে নতুন করে কোভিডে আক্রান্ত হয়ে ফুল-ব্যাক লেভিন কুরজাওয়া বর্তমানে সেল্ফ আইসোলেশনে আছেন।

ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে দলের বাইরে রয়েছেন গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা, ডিফেন্ডার হুয়ান বারনাট, ব্যাক-আপ গোলরক্ষক সার্জিও রিকো, মিডফিল্ডার ডানিলো পেরেইরা ও টিনএজার ডিফেন্সিভ মিডফিল্ডার ন্যাথান বিটুমাজালা।

 
Electronic Paper