ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাগুরায় গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ

মাগুরা প্রতিনিধি
🕐 ৫:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০২১

মাগুরায় গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ

মাগুরায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে জেলার ৩৩৩ জন গ্রাম পুলিশের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

 

সোমবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ৩৬ ইউনিয়নের এসব গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল হস্তান্তর করেন।

এ উপলক্ষে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফাজ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২৫ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে এ বাইসাইকেলগুলো ক্রয় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সরকারের পক্ষ থেকে এসব সাইকেল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন গ্রাম পুলিশগণ।

বাইসাইকেলগুলো ব্যবহারের মাধ্যমে গ্রামীণ জনপদে শান্তি শৃংখলা রক্ষাসহ সরকারি নানা কর্মসূচি বাস্তবায়নের কাজ আরো সহজ ও দ্রুততর হবে বলে তারা জানিয়েছেন।

 

 

 
Electronic Paper