ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চেয়ার

শফিক ইমতিয়াজ
🕐 ৩:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ০৩, ২০২১

চেয়ার

কাষ্ঠখণ্ড দিয়ে অনেক কিছুই তৈরি হয়
চৌকি খাট পালং আলমারি আলনা টেবিল ইত্যাদি...
কিন্তু তা যখন ‘চেয়ার’ তখন একটু চমকে ওঠার ব্যাপার বৈকি!
যেখানে সেখানে পড়ে থাকলেও
চেয়ার মামুলি বস্তু বা সাধারণ জিনিস নয়
সভ্যতার আবিস্কৃত চমকের অন্যতম এ এক ব্যক্তিত্ব;
মৌনগম্ভীর, অন্তর্গত উষ্ণহিম!

যে সুতোর কাঠখণ্ড জুড়ে সর্বপ্রথম চেয়ার তৈরি করে
জীবনের দীর্ঘতম সময় সে ব্যয় করে এই উপকরণ নির্মাণে
এটাকে দাঁড় করিয়ে নিজে বসে দ্যাখে
কিছুক্ষণ ঝিম ধরে থেকে অথৈ রহস্যে ফেটে পড়ে অট্টহাস্যে
সেই সফেদ গোপন, প্রতি চেয়ারের গরিমায় লুকিয়ে, দেখা যায় না!

চেয়ার আসবাব ও আসবাব অতিরিক্ত সত্তা যুগপথ
সোনার পালঙ্কে শুয়ে যে আনন্দ,
ব্যবহারযোগ্য সামান্য চেয়ারে বসে আনন্দ ও অনুভূত রণন
তার চেয়ে ঢের বেশি।

বিশ্বাস হয় না? কবিতা পড়ার পর আজ থেকে
সামান্য সতর্কতার সাথে চেয়ারে বসুন
বুঝবেন ওর ব্যক্তিত্ব ও আপনার ব্যক্তিত্বে ফারাক
ওটাকে কমিয়ে আনুন যথাসম্ভব দ্রুত।

 
Electronic Paper