কাউরে ধরে হাসে এরা
কাউকে ধরে কাঁদে,
কাউকে মাথায় তুলে নাচে,
কাউকে তুলে কাঁধে।
নাচানাচির শেষে এরা
কাঙালিভোজ ধরে,
যা ইচ্ছে তা; খান না চাচা,
বলে মিষ্টি স্বরে।
ভোটের শেষে এহেন আদর
যায় যে কোথায় উবে,
এদের দেখা হয়তো পাবেন
সূর্য ডুবলে পুবে।
কোকিল হয়ে ফিরে আসে
বছর পাঁচেক পরে,
সালাম দিয়ে উঁকি মারে
পাড়ার ঘরে ঘরে।
কাউরে ধরে হাসে এরা
কাউকে ধরে কাঁদে,
কাউকে মাথায় তুলে নাচে,
কাউকে তুলে কাঁধে।
নাচানাচির শেষে এরা
কাঙালিভোজ ধরে,
যা ইচ্ছে তা; খান না চাচা,
বলে মিষ্টি স্বরে।
ভোটের শেষে এহেন আদর
যায় যে কোথায় উবে,
এদের দেখা হয়তো পাবেন
সূর্য ডুবলে পুবে।
সম্পাদক ও প্রকাশক | : | আহসান হাবীব |