ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুন্দরগঞ্জে ব্যালট পেপার ছিনতাই, পুলিশের ফাঁকা গুলি

সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ৪:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১

সুন্দরগঞ্জে ব্যালট পেপার ছিনতাই, পুলিশের ফাঁকা গুলি

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পরে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে বৌলজান কেন্দ্রে হামলা চালিয়ে চারটি কক্ষে প্রবেশ করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়। এ ঘটনায় কনস্টেবল মোমিনুল ইসলাম ও হাবিবুর রহমান আহত হয়েছেন। এছাড়া তিন জনকে আটকের খবর পাওয়া গেছে।

বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ বানিজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে চলছিল হঠাৎ করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ৩/৪ শ লোক ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর থেকে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও নির্বাচনে নিয়োজিত রিটার্নিং অফিসার ফজলুল করিম বলেন, 'আমি খবর পেয়ে ভোট কেন্দ্রে এসেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, 'বর্তমানে কেন্দ্র ও আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

 

 
Electronic Paper